সোমবার ২৯ আগস্ট ২০২২ - ১৭:০২
ইমাম রেজা (আ.)-এর মাজার পরিষ্কার কর্মসূচি

হাওজা / ইসলামি বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনি (দামাত বারকাতোহু) ইমাম রেজা (আ.)-এর মাজার পরিষ্কার করার আধ্যাত্মিক প্রক্রিয়ায় অংশ নেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসলামি বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র নগরী মাশহাদে মহানবীর পুত্র ইমাম রেজার (আ:) মাজার জিয়ারত করেন এবং পবিত্র মাজার 'গুবার রুবি' পরিষ্কারের আধ্যাত্মিক কর্মসূচিতে অংশ নেন।

করোনা মহামারী যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে আসার পর বিপ্লবী নেতা মাশহাদে এই আধ্যাত্মিক যাত্রা করেছিলেন।

মহররম মাসের শেষ দিনে 'গুবার রুবি' অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যাতে বিভিন্ন আলেম এবং হারাম আকদাসের সেবকগণ ও অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, তার পর জিয়ারত জামিয়া কাবিরা তেলাওয়াত করা হয় এবং জাকিরে আহলে বাইত আহলে বাইত (আ.)-এর কষ্টের (মাসাইব) কথা উল্লেখ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha